Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ভালুকায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠালী গ্রামে সুফিয়া খাতুন (৩৫) নামে এক মহিলাকে  কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে এক যুবক। এ সময় নিহত মহিলার ৮ বছরের এক শিশু ছেলে আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন ঘাতক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার কাঠালী গ্রামের সেনা সদস্য শাহজাহানের স্ত্রী সুফিয়া খাতুন প্রতিবেশী মমতাজ উদ্দিনকে (৩০) ভ্যান গাড়ি দিয়ে পাশের কালেঙ্গামোড় খবিরের দোকান থেকে দুই বস্তা চাল এনে দিতে বলেন। ভ্যানের ভাড়া নিয়ে সুফিয়ার সাথে মমতাজের কথা কাটাকাটির এক পর্যায়ে মমতাজ পাশে থাকা কোদাল দিয়ে সুফিয়াকে কুপিয়ে আহত করে। এ সময় সুফিয়ার চিৎকারে কাঠালী মাঠেরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র তার শিশু ছেলে নাফিস (৮) দৌড়ে ঘটনাস্থলে গেলে তাকেও কোদাল দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত মা ও ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পর সুফিয়া মারা যান। এলাকাবাসী জানান, মমতাজ উদ্দিন শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তন্তর গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত মফিজ উদ্দিনের ছেলে। মমতাজের মা হামেশা খাতুন (৬০) স্বামী মারা যাওয়ার পর ছেলেকে নিয়ে তার মেয়ের জামাই কাঠালী গ্রামের মো: আলমাস মিয়ার বাড়িতে বসবাস করে আসছে। মমতাজ উদ্দিন প্রায়ই বাড়ি থেকে উধাও হয়ে যেতো। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিএমএইচ থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক মমতাজকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিলাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ