Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে জেলেদের জালে বিরল প্রজাতির ক্যাটফিশ

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ উদ্ধার করেছে স্থানীয় এক জেলে। গত বুধবার সকালে কাপ্তাইয়ের কর্ণফুলী নদী হতে বিরল প্রজাতির এ মাছটির সন্ধান পাওয়া যায়। কাপ্তাই কর্ণফুলী নদীতে এলাকার জেলে খালেক নামের জেলের জালে (জাল সদৃশ্য) সম্পূর্ণ শরীরে কাঁটাযুক্ত এবং ডোরাকাটা স্বর্ণালী রঙের এই মাছটি ধরা পড়ে। ল¤¦ায় একফুট, ওজন প্রায় ৬শ গ্রাম বলে জেলেরা উল্লেখ করেন। পরে নদীতে খালেকের নিকট হতে কাপ্তাই নতুনবাজার স্বর্ণটিলার হাবির নামের আর এক জেলে একশত টাকা দিয়ে ক্রয় করে নতুনবাজার নিয়ে আসে। বাজারে নিয়ে আসলে এলাকার উৎসক জনতা এক নজর দেখার জন্য ভিড় করে। দিনভর মাছটি একটি ড্রামের মধ্যে সংরক্ষণ করে রাখে। স্থানীয় লোকজন জানান, আমরা এ ধরনের মাছ আর কখনও দেখিনি। এবং এ মাছটি কি খাওয়ার যোগ্য তাও জানি না বলে অনেকেই এ মন্তব্য করেন। অনেক অভিজ্ঞ লোক বলেন, এ জাতীয় মাছকে ক্যাটফিশ বলা হয়। এ মাছের বসবাস উপকূলীয় এলাকা বা সমুদ্রে হয়। মাঝেমধ্যে জোয়ার-ভাটায় কিছু মাছ হঠাৎ নদীতে ঢুকে পড়ে। তবে মাছটি খাবার উপযোগী না হওয়ায় সংরক্ষণে তেমন উদ্যোগ দেখা যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে জেলেদের জালে বিরল প্রজাতির ক্যাটফিশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ