Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা যোদ্ধাদের জন্য রাভিনা ট্যান্ডনের ভার্চুয়াল কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১২:০৩ এএম

বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের জিতেগা ইন্ডিয়া জিতেঙ্গে হাম (ভারত জিতবে তো আমরা জিতব) কার্যক্রম সারা ভারত থেকে ব্যাপক সমর্থন আর প্রশংসা পাচ্ছে। তার পাশে দাঁড়িয়েছে এমন সব বিখ্যাত মানুষদের ভিডিও শেয়ার করছেন তিনি। এই কার্যক্রমে তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভাল আচরণ আর তাদের নিয়ে ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছেন। এর সঙ্গে রাভিনা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী, সরকারি চাকুরে, মিডিয়া ও স্যানিটেশন কর্মীদের মত করোনা যুদ্ধের যোদ্ধাদের জন্য ‘করোনা হিরোজ কো সালাম’ (করোনা বীরদের অভিবাদন) শীর্ষক এক ভারচুয়াল কনসার্টের আয়োজন করতে যাচ্ছেন। এই কনসার্টে অংশ নেবেন- কৈলাশ খের, শান, বাবুল সুপ্রিয়, ঊষা উত্থুপ, মিকা সিং, বেদ শর্মা এবং আরও অনেকে। লায়ন্স ইন্টারন্যাশনাল এতে সহায়তা দেবে। এই কনসার্টে করোনাভাইরাসের বিরুদ্ধে নরেন্দ্র মোদির পিএম কেয়ার্স ফান্ডে দান করাকেও উৎসাহিত করা। এই নিঃস্বার্থ কার্যক্রমের আয়োজন করে রাভিনা ট্যান্ডন প্রমাণ করলেন রূপালি পর্দার মানুষরা শুধু মানুষকে বিনোদনই দেয় না সমাজের প্রয়োজনে তারা তাদের মেধাও ব্যয় করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভার্চুয়াল-কনসার্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ