বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৪জন সনাক্ত হওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে, অবশেষে পাহাড়ি জেলা রাঙামাটিতেও করোনা (কোভিট -১৯) ঢুকে পড়েছে।
বুধবার (০৬মে) বিষয়টি নিশ্চিত করেন- চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মোহাম্মদ শাহরিয়ার। পরে রাঙামাটির সিভিল সার্জন বিষয়টি স্বীকার করেন। চট্টগ্রাম ভেটেরেনারী ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পভিটিভ আসে।
সিভিল সার্জন ডা বিপাশ খীসা জানান আমাদের কাছে যে চারটি পজেটিভ রিপোর্ট এসেছে এর মধ্যে ০১জন নারী এবং তিনজন পুরুষ।
হাসপাতালের আরএমও ডা শওকত আকবর জানান, আক্রান্তদের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্স, বাকিদের একজন হাসপাতাল এলকার মোলা পাড়ার বাসিন্দা, ১ জনের বাড়ি শহরের রিজার্ভ বাজার এলাকায় এবং অপরজন একই শহরের দেবাশীষ নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গত ২৯ এপ্রিল ১৫ জনের সাথে এই চারজনের নমুনা পাঠানো হয়।
হাসপাতালের নার্স আক্রান্ত হওয়াসহ রাঙামাটিতে প্রথম করোনা রুগী সনাক্ত হওয়ার পর কি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতে জরুনী সভায় বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ।
এদিকে রাঙামাটি শহরের আক্রান্ত চার এলাকা লক ডাউন করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাপ্রশাসক একেএম মামুনুর রশিদ।
সৈয়দ মাহাবুব আহামদ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।