Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জি-২০ দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ঋণ সহায়তা চেয়েছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৩:২৪ পিএম

পাকিস্তান জি-২০ দেশগুলোর কাছে ফেরত দেওয়ার নতুন কোনো শর্তে চুক্তি না করার অঙ্গীকার ব্যক্ত করে ঋণ সহায়তার আনুষ্ঠানিক আবেদন করেছে। আইএমএফ ও বিশ্ব ব্যাংকের নীতিমালা অনুসারেই দেশটি এই ঋণ সহায়তা চায়। ইয়ন, আউটলুক

শুক্রবার জি২০ দেশগুলোর কাছে আলাদা আলাদাভাবে ‘জি২০ কোভিড-১৯ ডেবট সার্ভিস সাসপেনশন ইনিটিয়াটিভ’-এর আওতায় এই আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে বলে ইকোনোমিক এ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে সোমবার জানিয়েছেন।
গত ১৫ এপ্রিল এই বছরের মে থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সময়ে জি২০ দেশগুলো ফেরতযোগ্য ঋণমঞ্জুরের ঘোষণা দেয় ৭৬টি দেশের জন্য। এর মধ্যে পাকিস্তানও রয়েছে। এসব দেশগুলো করোনাভাইরাস মহামারীর সঙ্গে লড়াই করে চলেছে। তবে শর্ত দেওয়া হয় যে, প্রতিটি দেশ আলাদা আলাদা করে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে।
উল্লেখ করা হয় যে, যেসব দেশগুলো এই ঋণ গ্রহণ করবেন ,তাদেরকে ইনিশিয়াটিভের নীতি বা আইএমএফ ও বিশ্ব ব্যাংকের নীতিমালার বাইরে নতুন কোনো চুক্তি করতে হবে না। অনুরোধ পত্রে পাকিস্তান সরকার অর্থের পরিমাণ উল্লেখ না করলেও হিসাব দেখানো হয়েছে উল্লিখিত সময়ে তাদের ব্যয় ১.৮ বিলিয়ন ডলার।
এই ঋণের বিষয়ে পাকিস্তান ইতোমধ্যে আইএমএফ, বিশ্ব ব্যাংক ও প্যারিস ক্লাবকেও অবহিত করেছে। তবে গত মাসে পাকিস্তানে আইএমএফের স্থায়ী প্রতিনিধি তেরেসা ডাবান বলেছিলেন, পাকিস্তান জি২০ দেশগুলোর কাছে ঋণ সহায়তা চেয়ে আবেদন করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ