Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে ঝড়োহাওয়া রশি ছিঁড়ে মাঝনদীতে কন্টেইনার জাহাজ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ৩:০৬ পিএম

ঝড়ো হাওয়ায় রশি ছিঁড়ে বন্দরের জেটি থেকে মাঝনদীতে চলে যাওয়া একটি বড় কনটেইনার জাহাজ ফের জেটিতে আনা হয়েছে ।

বন্দরের শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী ৭’ জাহাজটিকে আবার নিরাপদে নিয়ে আসে।
বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি দেখা দেয়। এ সময় বন্দরের ১৩ নম্বর জেটিতে থাকা ‘মিয়ারস্ক শিহানোকভাইল’ জাহাজটির রশি ছিড়ে কর্ণফুলী নদীর মাঝখানে চলে যায়।

সিঙ্গাপুরের পতাকাবাহী পোর্ট কেলাং থেকে আসা ১৮৫ দশমিক ৯৯ মিটার লম্বা জাহাজটি মঙ্গলবার বার্থিং নিয়েছিলো জেটিতে।

খবর পেয়ে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে ছুটে যান। দ্রুত কাণ্ডারী-৭ টাগবোট গিয়ে পুনরায় জাহাজটিকে জেটিতে নিয়ে আসেন।

বন্দরের কর্মকর্তারা বলেন, জাহাজ থেকে কোনো কনটেইনার পড়ে যাওয়া বা অন্য কোনো দুর্ঘটনা ঘটেনি। কালবৈশাখী ঝড়ে জাহাজটির রশি খুলে নদীতে চলে গিয়েছিলো। বন্দরের নৌ প্রকৌশল বিভাগের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ