বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপোর্টার : চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ বীমা কর্পোরেশনের কর্মচারীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে সাধারণ বীমা ভবনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে কর্মচারীরা বলেন, ১২ থেকে ১৫ বছর ধরে অস্থায়ী কর্মচারী হিসাবে চাকরি করা স্বত্তে¡ও স্থায়ী করা হচ্ছে না। ২য় শ্রম আদালত ও শ্রম আপীল ট্রাইব্যুনালের রায়ের আলোকে ২০১৫ সালের এপ্রিল মাসে কর্পোরেশনের বোর্ড সভায় চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তারপরেও স্থায়ী করা হচ্ছে না। এদিকে অস্থায়ী কর্মচারীদের মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে কর্মচারীরা বলেন, এমএলএসএস ও কম্পিউটার টাইপিস্ট পদে ৭৮২টি আসন শূন্য রয়েছে। কিন্তু শূন্য পদের বিপরীতে নিয়োগ না দেওয়ায় জনবল সঙ্কটে রয়েছে প্রতিষ্ঠানটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।