Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডোমারে পুকুরে বিষ দিয়ে ১৫ লক্ষ টাকার মাছ নিধন

নীলফামারী সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ২:০৬ পিএম

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা-মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লক্ষ টাকার মাছের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোন এক সময় বিষ প্রয়োগ করায় মঙ্গলবার সকাল থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী সফিয়ার রহমান জানান,ওই পুকুরে ৫ বছর ধরে মাছ চাষ করে আসছি। এবছর রুই,কাতলা,তেলাপিয়া,সিলভার কার্প,গøাস কার্প,সরপুটিঁ মাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াইশ’মন মাছ চাষ করা হয়েছে। সোমবার রাতে কে বা কারা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে আমার প্রায় ১৫ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে। এ ঘটনায় ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ নিধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ