Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে আরো পাঁচজন কোভিড-১৯ রোগী সনাক্ত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১:৪১ পিএম

দক্ষিণাঞ্চলের ৬ জেলায় আরো ৫ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত রোগীর মধ্যে বরিশালে ২জন এবং পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে ১জন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় পিরোজপুরের দুজন রোগী সম্পূর্ণ সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন।

এনিয়ে দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩৯-এ পৌঁছল। যার মধ্যে বরিশালে ৪৬, বরগুনাতে ৩৪, পটুয়াখালীতে ৩০, ঝালকাঠীতে ১৩, পিরোজপুরে ১১ ও ভোলাতে ৫ জন রোগী রয়েছে। এরমধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৫৩ জন। তবে বুধবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৮ জনের রক্তের নমুনা পরিক্ষায় মোট ৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এছাড়া ৪ জনের অবস্থা মধ্যম পর্যায়ে রয়েছে বলে জানান হয়েছে। পাশাপাশি পুরনো ১০ জন কোভিড-১৯ রোগীর রক্ত পরিক্ষায় ৭জনের ২য় ফলোআপে নেগেটিভ পাওয়া গেছে। ফলে তারা সুস্থ্য হয়ে উঠছেন বলে চিকিৎসকগন মত দিয়েছেন। অপর একজনের অবস্থা মধ্যম পর্যায়ে থাকলেও আরেকজনের রক্তের নমুনা পরিক্ষায় পজেটিভ এসেছে। দক্ষিণাঞ্চলে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এ পর্যন্ত দক্ষিণাঞ্চলের হাসপাতালসমুহের আইসোলেশনে মোট ভর্তিকৃত ২৫৫ জনের মধ্যে ২৫১জনই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ