Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়িকা বাস্তবে মা

স্পটবয় | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০২ এএম

ভারতের গুণী অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবারে নতুন অতিথি এসেছে। গতকাল মঙ্গলবার ভোরে তার মেয়ে নায়িকা কোয়েল মল্লিক দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। কোয়েলের স্বামী নেসপাল সিং ইনস্টাগ্রামে নবজাতকের সঙ্গে কোয়েলের একটি ছবি প্রকাশ করেছেন।
গত ১ ফেব্রুয়ারি কোয়েল সকালে নিজেই সুখবর জানিয়েছিলেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামী নেসপাল সিং রানের সঙ্গে কোয়েল মল্লিক নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। কোয়েল লিখেছেন, ‘আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।’

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি পাঞ্জাবের ছেলে নেসপাল সিং রানের সঙ্গে বিয়ে হয় কোয়েল মল্লিকের। নেসপাল ভারতের বাংলা ছবি প্রযোজক। কোয়েল মল্লিক বাংলা ছবির জগতে এসেছেন ২০০৩ সালে। তার প্রথম ছবি ছিল হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’। প্রথম নায়ক জিৎ।
প্রথম ছবিতেই সুপারহিট ছিলেন কোয়েল। সেই ২০০৩ সাল থেকে টানা ১৩ বছর তিনি বাংলা ছবিকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ