মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের জম্মু ও কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপিএফ) সদস্যদের ওপর চালানো হামলায় অন্তত তিন জওয়ান নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। সোমবার কুপওয়ারা জেলার একটি চেকপয়েন্টে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তাদের ভাষ্য অনুযায়ী, জেলার ক্রালগুন্দ এলাকার ওয়ানগাম-কাজিয়াবাদ সড়কে সিআরপিএফের টহল দলটির ওপর গুলিবর্ষণ করে বিচ্ছিন্নতাবাদীরা, এতে ঘটনাস্থলেই সিআরপিএফের তিন জওয়ান নিহত হন। সিআরপিএফ সদস্যরা পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ গোলাগুলি চলে। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে ১৫ বছর বয়সী বেসামরিক এক কিশোরের লাশ পাওয়া যায়। তাকে মোহাম্মদ হাজিম বাট বলে শনাক্ত করা হয়েছে এবং সে মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। এই নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর দুটি হামলার ঘটনা ঘটল আর এসব হামলায় তিন কর্মকর্তাসহ ভারতের মোট আট নিরাপত্তা সদস্য প্রাণ হারাল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।