Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনা প্রতিরোধী অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন গবেষকরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাস প্রতিরোধ করার ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবডির খোঁজ পাওয়া গেছে বলে দাবি করছেন নেদারল্যান্ডসের গবেষকরা। দেশটির ইউট্রেখট বিশ্ববিদ্যালয়, ইরাসমাস মেডিকেল সেন্টার এবং হারবার বায়োমেডের গবেষকরা যৌথভাবে এ গবেষণাকাজ পরিচালনা করছেন। খবর রয়টার্সের। নেদারল্যান্ডসের ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেরেন্ড ইয়ান বশ বলেন, মানবদেহে সার্স-কোভ অ্যান্টিবডিকে ব্যবহার করেই এমন একটি অ্যান্টিবডির হদিস পাওয়া গেছে, যা সার্স-কোভ-২ এর সংক্রমণও প্রতিরোধ করতে পারে। এ গবেষণার হাত ধরে কোভিড-প্রতিরোধী অ্যান্টিবডির সাহায্যে করোনাভাইরাসের চিকিৎসা সম্ভব হতে পারে বলে আশা করছেন তারা। এমনিতে গবেষকরা বলছেন, আগামী বছরও ফিরে আসতে পারে করোনা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ডেভিড নেবারো কোভিড-১৯ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দ‚ত। তিনি বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে, প্রতিষেধক মিলবেই। প্রতিষেধক না পাওয়ার ঘটনাও ঘটেছে। ১৯৮৪ সালে মার্কিন স্বাস্থ্যসচিব অজানা একটি ভাইরাসের (এইচআইভি) কথা জানিয়ে দাবি করেছিলেন, এর প্রতিষেধক তৈরি হয়ে যাবে দ্বুছরেই। ৩৬ বছরে ৩ কোটি ২০ লাখ মানুষের প্রাণ নেয়ার পরও তা সম্ভব হয়নি। ম্যালেরিয়ার প্রতিষেধক অনুসন্ধানের ইতিহাস আরও দীর্ঘ। হারানো যায়নি ডেঙ্গুকেও। প্রতি বছর তা ৪ লাখ প্রাণ কাড়ছে। তাই নেবারোর হুশিয়ার– করোনাভাইরাসকে নিরন্তর মোকাবেলা করে চলার জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হতে পারে। তবে অন্য বিজ্ঞানীরা আশাবাদী। কারণ এইচআইভি বা ম্যালেরিয়ার জীবাণুর মতো দ্রুত পরিণতি পায় না নোভেল করোনাভাইরাস। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ