Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাড়ছে করোনার ঝুঁকি

কুষ্টিয়ায় অরক্ষিত সীমান্ত এলাকা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

সীমান্ত পথে লুকিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন অসংখ্য মানুষ। নেই করোনা নিয়ে কোনো সচেতনতা, নেই প্রচারণা। এমনই চিত্র কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকার। এসব ঘটনায় কুষ্টিয়া ও আশপাশের অঞ্চলে কোভিড-১৯ (করোনা) সংক্রমণ বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে। কুষ্টিয়ার দৌলতপুরের চারটি ইউনিয়ন জুড়ে ৪৬ কিলোমিটার সীমান্তের ১৬ কিলোমিটারে কোন কাঁটাতার দেয়নি ভারত। এই অরক্ষিত সীমান্ত পথে প্রায় প্রতিদিনই এপার-ওপার হচ্ছেন মানুষ। এদের বেশিরভাগই চোরাকারবারি। এ অবস্থায় ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে পুরো কুষ্টিয়া।

দৌলতপুরের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোয় কৃষিজীবী বেশি। ভাইরাস সংক্রমণ নিয়ে তেমন কোন ধারণা না থাকায় সীমান্ত পারি দেয়া মানুষের সাথে সহজেই মিশে যান তারা। এছাড়া শারীরিক দূরত্বের নির্দেশনা মেনে চলার তেমন কোন বালাই নেই এখানে।জেলা প্রশাসক বলছেন, সীমান্ত পথে লুকিয়ে মানুষের যাতায়াত বন্ধে এরইমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। দৌলতপুর উপজেলার সঙ্গে ভারতের মুর্শিদাবাদ ও নদিয়া জেলার সীমান্ত। গত দুই মাসে এই উপজেলায় কয়েকশ মানুষকে হোম কোয়ারেন্টাইনে রাখে প্রশাসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্ত-এলাকা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ