Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় বেকারদের ভাতা দেবে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসের কারণে বেকার হওয়া ব্যক্তিদের ভাতা দেবে পাকিস্তান সরকার। এজন্য রোববার জরুরি অর্থ কর্মসূচি নামের একটি প্রকল্পের ওয়েব-পোর্টাল চালু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচন বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সানিয়া নিশতার এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্যাটাগরি-৪ এর আওতায় যারা ভাতা পাওয়ার যোগ্য হবেন তারা ১২ হাজার রুপি করে পাবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বেকারদের তালিকা নিবন্ধনের জন্য ওয়েব পোর্টাল চালু করেছে সরকার। সেখানে এ মাস নগদ কর্মস‚চির আওতায় সর্বোচ্চ ১২ হাজার রুপি পর্যন্ত নগদ সহায়তা করা হবে। তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অর্থ জমা দিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এসব অর্থ স্বচ্ছ উপায়ে ব্যয় করা হবে। এসব অর্থ কোথায় ব্যয় করা হয়েছে আপনারা জানতে পারবেন। আমি নিজেই এটা পর্যবেক্ষণ করবো এবং সম্পূর্ণ খরচের বিস্তারিত বিবরণ সরবরাহ করবো ইমরান আরও বলেন, এই ত্রাণ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৬.৮ মিলিয়ন মানুষের মাঝে ৮১ বিলিয়ন রুপি বন্টন করা হয়েছে। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণ অর্থ দান করা হয়েছে।
বোলো নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ