Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায় মানুষের পাশে অভিনেত্রী তুষ্টির আমরা মানুষ ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

বেশ কয়েকবছর আগে অভিনেত্রী শামীমা তুষ্টি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য নিজেই গড়ে তোলেন ‘আমরা মানুষ ফাউন্ডেসন’। এই ফাউন্ডেশনের ব্যানারেই তুষ্টি দেশের নানা অঞ্চলে বিভিন্ন দুর্যোগের সময় অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা’র এই দুর্যোগকালেও পিছিয়ে নেই তুষ্টি। তার প্রতিষ্ঠান অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ফাউন্ডেসনের সভাপতি শামীমা তুষ্টি বলেন, ‘আমাদের স্লােগান হচ্ছে, ‘দায়িত্ব আমার, আনন্দ সবার।’ আমরা মানুষ ফাউন্ডেশন আমাদের সাধ্যের মধ্যে অসহায় মানুষদের ইফতারের ব্যবস্থা করছি, চেষ্টা করছি যে সকল পরিচ্ছন্নতাকর্মী আমাদের জন্য এই শহরকে পরিষ্কার রাখছে তাদের জন্য। যে যার জায়গা থেকে এগিয়ে আসলে অথবা একটি পরিবারের দ্বায়িত্ব ১০০০টাকায়ও নেয়া যায়।’ এদিকে করোনা মহামারীতে নিম্নবিত্ত মানুষদেরও সাহায্য করে যাচ্ছে ‘আমরা মানুষ ফাউন্ডেসন’। নিম্নবিত্ত মানুষদের জন্য ফাউন্ডেসন থেকে চাল, ডাল, পেয়াজ, আলু, তেল, মুড়ি, চিড়া, চিনি, হাত ধোয়ার সাবান প্যাকেট ও যাতায়াত খরচও দেয়া হচ্ছে। অসহায় মানুষদের জন্য এই মানবিক কাজটি নিয়মিত চালিয়ে যাবার জন্য ফাউন্ডেসনেও সহযোগিতার প্রয়োজন। যে কেউ চাইলেও সহযোগিতা করতে পারেন আমরা মানুষ ফাউন্ডেসন, ১১০৬১২১২১১৬৬৮৯৬, মার্কেন্টাইল ব্যাংক, বনানী শাখা, ঢাকা অথবা বিকাশ করতে পারেন ০১৮৪১৩৬২৪৩৬ নাম্বারে। উল্লেখ্য ঢাকা এবং ঢাকার বাইরের অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের পাশে এই করোনা মহামারীর দুর্যোগকালে পাশে দাঁড়াচ্ছে ‘আমরা মানুষ ফাউন্ডেশন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ