Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মম’র পাহাড়ি গানের ম্যাসআপ কালো জলে কুচলা তলে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী মাহফুজা মমর নজস্ব ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে পাহাড়ি গানের ম্যাসআপ ‘কালো জলে কুচলা তলে’ গানটি। গানটি প্রকাশের পর থেকে নিজের গায়কী এবং একজন পাহাড়ি কন্যার বেশে গানে গানে নিজেকে উপস্থাপনের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন মাহফুজা মম। গানটির সঙ্গীতায়োজন করেছেন নোমান সজীব। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। গানটি প্রসঙ্গে মাহফুজা মম বলেন, ‘আমার নতুন গান এটি। গানটি প্রকাশিত হয়েছে মাত্র কয়েকদিন হলো। সবার প্রতি অনুরোধ থাকবে গানটি শোনার জন্য। আমার বিশ্বাস আমার গায়কী এবং মিউজিক ভিডিওতে আমার উপস্থাপন সবার ভালোলাগবে।’ এদিকে গেলো বছরের শেষ মাসে সঙ্গীতার ব্যানারে মাহফুজা মম’র গাওয়া স্বপ্ন গানটি প্রকাশিত হয়। এতে তার সহশিল্পী ছিলেন শাহরিয়াদ বেলাল। গানটি লিখেছিলেন সালেহ আহমেদ মনা, সুর করেছিলেন শাহরিয়াদ বেলাল এবং সঙ্গীতায়োজন করেছিলেন রেজওয়ান শেখ। ২০১৭ সালে ‘বাকীর ফসল’ গানটি গেয়ে বেশি আলোচনায় আসেন মাহফুজা মম। গানটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিলো। গানটি লিখেছিলেন শাহান কবন্ধ। সুর ও সঙ্গীতায়োজন করেছিলেন জুয়েল মোর্শেদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন রত্নাজিৎ রায়। মাহফুজা মম দেশে এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাহাড়ি-গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ