Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিভিতে হূমায়ুন আহমেদের এইসব দিনরাত্রি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

৩৫ বছর আগে বিটিভিতে প্রচারিত জনপ্রিয় কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদ রচিত অসাধারণ ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ আবার প্রচার শুরু হয়েছে। রাত ৮টার বাংলা সংবাদের পর এটি প্রচার হচ্ছে। ‘এইসব দিন রাত্রি’ ১৯৮৫ সালে বিটিভিতে প্রচারিত। প্রথম নাটকটি সেই সময় এতটাই জনপ্রিয়তা পায় যে নাটক চলাকালীন ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা হয়ে যেত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। যেখানে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, সমস্যা ইত্যাদি দেখানো হয়েছে। এটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি. করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন), আসাদুজ্জামান নূর (রফিক), দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইসব-দিনরাত্রি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ