Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ জামওয়াল-আদাহ শর্মা ‘স্রেফ বন্ধু’ নন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২০, ১২:০৪ এএম

অভিনেতা বিদ্যুৎ জামওয়াল জানিয়েছেন তার ‘কমান্ডো ৩’ ফিল্মের নায়িকা আদাহ শর্মার সঙ্গে তার সম্পর্ক ‘স্রেফ বন্ধুত্বের’ নয়। টুইটারে এক ভক্ত বিদ্যুতকে জিজ্ঞাসা করে : “আপনি আর আদাহ শর্মা কি ‘স্রেফ বন্ধু’?” জবাবে তিনি বলেন : “‘স্রেফ বন্ধু’ একেবারে নয়.. আমরা সাহসী, দয়ালু, জ্ঞাত, মনোযোগী, দুর্দান্ত, মুক্তমনা, বিবেচক, শিক্ষিত, সুখী, শান্ত, খুব ঘনিষ্ঠ বন্ধু। আশা করি আপনিও আদাহ শর্মার মত একজনকে পাবেন।” এর পরপরই আদাহ টুইট করেন : “আমার ‘টেড টক’!! আপনাদের মতামত জানতে চাই। আমি এখন অবসরে আছি, আপনাদের ইউটিউব কমেন্টের সবগুলো পড়ব!”আদাহর ফলোয়ারদের কাছে তার ভিডিওটি অসাধারণ লেগেছে। তার প্রশংসা করার পর বিদ্যুতও ভিডিও দেখার পরামর্শ দিয়ে লিখেছেন : “আমার একান্ত পছন্দের.. মনখোলা আর মজার .. অবশ্যই দেখা উচিত।” বিদ্যুতকে আগামীতে ‘খুদা হাফিজ’ ফিল্মে দেখা যাবে। বাস্তব ঘটনা ভিত্তিক রোমান্স ড্রামাটি এক দম্পতিকে নিয়ে। ২০০৯ সালের মন্দার সময় এই দম্পতি বিদেশ চাকরি নিয়ে গিয়ে প্রতিকূল অবস্থায় পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্রেফ-বন্ধু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ