বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ্যে ১০০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরন করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মোল্লা। সোমবার (০৪ মে) সকালে কালিনাথ বাজার মোল্লা বাড়ির সামনে অসহায়, দিনমজুর, হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ঢাল, আলু, পেয়াজ, চিনি, আটা, খেজুর।
খাদ্য সামগ্রী বিতরন করেন, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মোল্লা, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আ”লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা মোঃ আনসার বয়াতী, তরিকুল ইসলাম রনি, ছাত্রলীগ নেতা মোঃ ইউসুফ সোয়েব, আজিজ মেহরাব মোল্লা প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মোল্লা বলেন, করোনা মহামারীর কারণে দেশের অসহায়, কর্মহীন, হতদরিদ্র পরিবারের সংখ্যা বেড়ে গেছে। এস পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার নির্দেশ মোতাবেক ভোলা পৌরসভার ১০০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। কোন পরিবার যাতে না খেয়ে থাকে সে জন্য আমাদের এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। ইতিমধ্যে ভোলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।