নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সৌরভ গাঙ্গুলীর মনটা অস্থির হয়ে আছে, যেমনটা অস্থির এ দুনিয়ার প্রায় প্রতিটি সচেতন মানুষের। করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে আমরা কবে রেহাই পাব। কবে এ পৃথিবীর মানুষ ফিরবে স্বাভাবিক জীবনে! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে সময়টা প্রচÐ ব্যস্ততার মধ্যেই কাটানোর কথা ছিল সৌরভের। ভারতের বড় বড় সব ক্রিকেট ভ্যেনুগুলো জমজমাট থাকার কথা ছিল আইপিলের বর্ণিল প্রদর্শনে। কিন্তু করোনাভাইরাস সবকিছুই কেড়ে নিয়েছে। কেউ জানে না কখন, কবে মানুষ এই ভয়াল ভাইরাসকে প্রতিরোধ করতে পারবে! সৌরভ নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই বলছেন, করোনার বিরুদ্ধে লড়াইটা যেন খুব বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার মতোই।
নজিরবিহীন এই সংকট। করোনা এরই মধ্যে সারা দুনিয়ায় কেড়ে নিয়েছেন ২ লাখেরও বেশি মানুষের প্রাণ। আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ। ভারতের সাবেক অধিনায়ক পুরো ব্যাপারটিকেই দেখছেন বিপজ্জনক উইকেটে করা ব্যাটিং হিসেবেই, ‘পরিস্থিতি অনেকটা বিপজ্জনক উইকেটে টেস্ট ম্যাচে ব্যাটিং করার মতোই। ভুলের সুযোগ নেই বললেই চলে। সিমিং কন্ডিশন। উইকেটে বল পড়ে সুইংও করছে, প্রচÐ স্পিনও ধরছে। ’ করোনার এই সময় ভুলের মাত্রা শ‚ন্য রেখেই এগিয়ে যেতে হবে বলে মনে করেন সৌরভ, ‘বিপজ্জনক বা কঠিন উইকেটে যেমন ব্যাটসম্যানের ভুল করার কোনো অবকাশ নেই, ঠিক তেমনি করোনার এই সময়টাতেও ভুল করা যাবে না। ব্যাপারটা অনেকটা এ রকম কঠিন পরিস্থিতিতেও ভুল না করে উইকেট হাতে রাখতে হবে এবং টেস্টটা জিততে হবে।’
কাজকর্ম নেই। ঘরে বন্দী হয়ে আছেন। এর চেয়েও বড় কথা করোনার এই সময়টায় বহু মানুষ নানাভাবে ভুগছে। অনেকের ঘরে খাদ্য নেই, নেই দৈনন্দিন জীবন–যাপনের জন্য প্রয়োজনীয় অর্থ। এগুলো সৌরভের মন খারাপ করে দিচ্ছে, ‘আমার মনটা খুবই খারাপ। চারদিকের পরিস্থিতিতে। মানুষ খুব ভুগছে। আমরা এখনো এই মহামারি কীভাবে বন্ধ করা যাবে, সেটার উপায় খুঁজে যাচ্ছি।’
সময়টা কঠিন হলেও সৌরভ মনে করেন শিগগিরই এ অবস্থা থেকে বেরিয়ে আসবে বিশ্ব, ‘কঠিন সময়, সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি খুব শিগগিরই পৃথিবী এ অবস্থা থেকে বেরিয়ে আসবে। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।