Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সবজি উপহার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৪ এএম

রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সবজি উপহার পেয়েছে, উপজেলার ৪ ইউনিয়নের ১ হাজার ৩৯০ কর্মহীন পরিবার। এর মধ্যে বাউসা ইউনিয়নে ৪৮০টি, পাকুড়িয়া ইউনিয়নে ৪০০টি, গড়গড়ি ইউনিয়নে ২৬০টি, চকরাজাপুর ইউনিয়নে ২৫০টি পরিবার।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিজস্ব অর্থায়নে কৃষকের কাছ থেকে কিনে কর্মহীন পরিবারে এগুলো বিতরণ করা হয়। এর মধ্যে ছিল মিষ্টি কুমড়া, আলু পুইশাক।

বাঘা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবীর বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষক যাতে তাদের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন এবং কর্মহীন দরিদ্ররাও সবজির চাহিদা মেটাতে পারে, এসব বিবেচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তার নির্বাচনী এলাকা (বাঘা-চারঘাট)-এ সরকারের দেয়া খাদ্য সহায়তার পাশাপাশি এসব সবজি বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবজি-উপহার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ