বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কৃষিকাজ করার সময় উঁচু পাহাড় থেকে পড়ে শরীরে ধারালো বাঁশ গেঁথে গুরুতর আহত ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের প্রাণ বাঁচিয়েছে সেনাবাহিনী। দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই যুবককে চট্টগ্রামে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবকের প্রাণ বাঁচাতে সেনাবাহিনীকে সহযোগিতা করেছে বিমানবাহিনী ও বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের জপুই পাড়া হতে যতীন ত্রিপুরা (৩৩) নামে এক যুবককে উন্নত চিকিৎসার জন্য রোববার বিকালে সেনা ও বিজিবির সহায়তায় বিমান বাহিনী হেলিকপ্টারযোগে চট্টগ্রাম নিয়ে আসা হয়। গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উঁচু পাহাড় হতে দূর্ঘটনাবশত পড়ে গিয়ে বাঁশের আঘাতে মারাত্মকভাবে জখম হয় যতীন ত্রিপুরা। দুর্গম এই এলাকায় চিকিৎসার অভাবে তাকে প্রাথমিকভাবে জপুই বিওপিতে আনা হলে বিজিপি ক্যাম্প কর্তৃক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আঘাতটি গুরুতর হওয়ায় বিজিবি কর্তৃক বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে অবগত করা হলে পরবর্তীতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে হেলিকপ্টারের মাধ্যমে আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে বিমানবাহিনী জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীন ত্রিপুরাকে রোববার প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য ইতিপূর্বেও বিভিন্ন সময় মানবিক দৃষ্টিকোণ থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম পাহাড়ী এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন দুর্যোগের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।