Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিশরে রেডিওতে তারাবি প্রচার এবং বিখ্যাত মসজিদে ৩ জনকে নামাজ পড়ার অনুমতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৮:০৫ পিএম

মিশরে রেডিওতে তারাবি প্রচার করতে এবং বিখ্যাত মসজিদে ৩ জনকে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সরকার। দেশটির আইন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, কায়রোতে অবস্থিত ওমর ইবনুল আস মসজিদে ইমামসহ মোট ৩ জনকে তারাবি নামাজ আদায়ের অনুমতি দেয়া হচ্ছে। -আল আরাবিয়া, উর্দু নিউজ, ইজিপ্ট টুডে
মসজিদটিতে আদায়কৃত তারাবি নামাজ রেডিওতেও প্রচার করা হবে বলে খবরে প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, পবিত্র মাহে রমজান কোরআন শ্রবণ করে আত্মিক প্রশান্তি ও এ মাসের বরকত প্রাপ্তির জন্য এ অনুমতি দেওয়া হয়। বাছাইকৃত ক্বারী বা কোরআনের হাফেজ বিখ্যাত এই মসজিদে তারাবি নামাজ পড়াবেন। এর আগে, করোনা ঠেকাতে দেশটির সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা হয়।
ওয়াল্ড মেটার ইনফো অনুসারে, মিশরে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ১৯৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫২২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ