Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আন্ধাধুন’-এর তামিল রিমেকে অভিনয় করবেন টাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১২:০৪ এএম

আয়ুষ্মান খুরানা এবং টাবু অভিনীত ‘আন্ধাধুন’ সাম্প্রতিক সময়ের প্রশংসিত বলিউড ফিল্মের একটি। উত্তেজনাপূর্ণ ক্রাইম থ্রিলারটি ভারতের বাইরে চীনেও বাণিজ্যিক সাফল্য পেয়েছে। স্বাভাবিকভাবেই চলচ্চিত্রটির রিমেক হচ্ছে তেলুগু ভাষায়। দক্ষিণ ভারতের তারকা নিতিনের বাবা সুধাকর রেড্ডি চলচ্চিত্রটির তেলুগু নির্মাণ স্বত্ব কিনেছেন। সম্প্রতি জানা গেছে তামিল ভাষায়ও চলচ্চিত্রটির রিমেক হবে। একটি দৈনিককে তামিল প্রযোজক থিয়াগরাজন জানিয়েছেন, মূল ফিল্মে টাবু রূপায়িত চরিত্রে (সিমি সিং) অভিনয়ের জন্য অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছে। থিয়াগরাজনের ছেলে প্রশান্ত আয়ুষ্মান রূপায়িত চরিত্রে (আকাশ সরফ) অভিনয় করবেন বলে স্থির হয়েছে। অন্যদিকে তেলুগু সংস্করণে সিমির ভূমিকায় অভিনয় করবেন ‘বাহুবলি’র শিবাগামি দেবি চরিত্রের জন্য খ্যাত রামাইয়া কৃষ্ণণ। ইতোপূর্বে শোনা যাচ্ছিল টাবু তেলুগু সংস্করণেও অভিনয় করবেন, তবে তিনি বেশি সম্মানী দাবি করায় নির্মাতারা পিছিয়ে আসে। শ্রীরাম রাঘবন পরিচালিত ক্রাইম থ্রিলার ‘আন্ধাধুন’ ২০১ তে মুক্তি পেয়ে সবমিলিয়ে ৪৫৬ কোটি রুপি আয় করেছে। চলচ্চিত্রটির নির্মান ব্যয় ৩২ কোটি রুপি। ফিল্মটিত আয়ুষ্মান, টাবু ছাড়া রাধিকা আপ্তে আর অনিল ধাওয়ান অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ