প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বড় পর্দার জন্য পরলোকগত গায়িকা হুইটনি হিউস্টনের জীবনী চলচ্চিত্র নির্মিত হবে যাচ্ছে। ‘আই ওয়ানা ড্যান্স উইথ সামবডি’ নামের এই বায়োপিকটি পরিচালনা করবেন কানাডীয় চলচ্চিত্রনির্মাতা স্টেলা মেগি। দ্য হুইটনি হিউস্টন এস্টেট, প্রাইমারি ওয়েভ, সঙ্গীত প্রযোজক ক্লাইভ ডেভিস এবং অ্যান্থনি ম্যাকার্টেন ফিল্মটি প্রযোজনা করবে। হিউস্টন ২০১২ সালে ৪৮ বছর বয়সে মারা যান। ‘দ্য টু পোপস’, ‘ডার্কেস্ট আওয়ার’, ‘বোহেমিয়ান রাপসোডি’ এবং ‘দ্য থিওরি অফ এভরিথিং’ ফিল্মগুলোর জন্য খ্যাত ম্যাকার্টেন ‘আই ওয়ানা ড্যান্স উইথ সামবডি’র চিত্রনাট্য লিখছেন। গায়িকার অভিষেক অ্যালবাম ‘হুইটনি হিউস্টন’ ১৯৮৫ সালে মুক্তি পায়। এই অ্যালবামে অন্তর্ভুক্ত আছে তার ‘গ্রেটেস্ট লাভ অফ অল’ এবং ‘সেভিং অল মাই লাভ ফর ইউ’ গান দুটি। তার অন্যান্য হিট গানের মধ্যে আছে- ‘আই ওয়ানা ড্যান্স উইথ সামবডি’, ‘ডিডন্ট উই অলমোস্ট হ্যাভ ইট অল, ‘আই’ম ইওর বেবি টুনাইট’ এবং ‘মিলিয়ন ডলার বিল’। ১৯৯২ সালের সুপারহিট রোমান্স ড্রামা ‘দ্য বডিগার্ড’-এ তিনি কেভিন কস্টনারের বিপরীতে অভিনয় করেছেন। ফিল্মটির সাউন্ডট্র্যাক অ্যালবাম অফ দ্য ইয়ার এবং সিঙ্গল ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গ্র্যামি জয় করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।