Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পরিপূর্ণ লকডাউনের আওতায় সউদী আরবের দাম্মাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৩:২১ পিএম

সউদী আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দাম্মামে পরিপূর্ণ লকডাউন জারি করা হয়েছে। -আল আরাবিয়া, গালফ নিউজ
ওই মুখপাত্র আরও জানান, আজ (৩ মে) দশম রমজান থেকে শহরটিতে ২৪ ঘন্টা লকডাউন কার্যকর করা হচ্ছে। শহরে প্রবেশ ও বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না পণ্যবাহী যানবাহন। এ ছাড়া গুরুত্বপূর্ণ শিল্প-কারখানার কর্মচারী, ব্যবস্থাপনা কর্মকর্তারাও শহরটিতে যাতায়াত করতে পারবেন।
খবরে বলা হয়, আজ রোববার দাম্মাম শহরের আল-আছির এলাকায় পূর্বজারিকৃত লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ এপ্রিল আল আছির শহরে লকডাউন ঘোষণা করা হয়।ওয়াল্ড মেটার ইনফো অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৫৯ জন। ভাইরাসটি আক্রান্ত হয়ে মারা গেছে ১৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৬৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ