Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুস্থদের মাঝে ৪০ হাজার বস্তা চাল বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ১০:১৬ পিএম

চলতি রোজা ও ঈদকে সামনে রেখে চাপাঁইনবাবগঞ্জ, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, টাংগাইল ও রংপুর জেলার প্রত্যন্ত এলাকায় অসহায়, গরিব ও দুস্থদের মাঝে বাটা গ্রুপের প্রতিনিধিদের তত্ত্বাবধানে চল্লিশ হাজার বস্তা চাল বিতরণ করা হয়। দুস্থ ও অসহায় গরীবদের মধ্যে বিতরণ করা এই ত্রাণসামগ্রীর খরচ বহন করেন গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম পবিত্র আল ইবাদত (শাহআলম)।
চাল বিতরণের সময় বাটা গ্রুপের প্রতিনিধি ছাড়াও ডিএনএ প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে করোনা মোকাবেলায় বাটা গ্রুপ থেকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় ৬ হাজার অসহায়, দুস্থ গরিদের মাঝে পাঁচ কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ