প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনায় দেশব্যাপী অঘোষিত লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে গৃহবন্দি সাধারণ থেকে শুরু করে শোবিজ তারকা সবাই। অবসর ভেবে বসে নেই কেউই। কোয়ারেন্টিনের সময়টা বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছেন দেশের শিল্পীরা। স্টুডিও বন্ধ তাই ঘরে বসেই সম্পন্ন করছেন নতুন নতুন সৃষ্টিশীল সব কাজ।
লকডাউনের কারণে হোম কোয়ারেন্টিনে আছেন কন্ঠশিল্পী পড়শী। তাতে কি? কোয়ারেন্টিনে থেকেই নতুন চারটি গানের কাজ শেষ করলেন তিনি।এ দুর্যোগের আগে জমা রয়েছে আরো তিনটি গান। গণমাধ্যমে এমনটি জানালেন পড়শী নিজেই।
এ প্রসঙ্গে পড়শী বলেন, লকডাউনে লেখালেখির পাশাপাশি নিজের কাজগুলোও করছি। ইতোমধ্যে চারটি গানের কাজ শেষ। বিশ্ব যে কবে রোগমুক্ত হবে তা আমার জানা নেই। এই অবস্থা চলতে থাকলে হয়তো আরো বেশ কিছু গান তৈরি করা সম্ভব। তবে এসব গান অ্যালবাম আকারে নয়, একক হিসেবে মুক্তি দেব।’
তিনি আরো জানান, গানগুলোর নাম এখনো ঠিক করা হয়নি। লকডাউন শেষ হলে মুক্তির আগে চূড়ান্ত করব হয়তো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।