Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় লোবো আর জাফরের সঙ্গে সময় কাটাতে চান আলি ফজল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৪ এএম

এরা কোনও বাস্তব মানুষ নন। কিন্তু সুযোগ পেলে অভিনেতা আলি ফজল তার রূপায়িত ‘থ্রি ইডিয়টস’ ফিল্মের জয় লোবো আর ‘ফুকরে’র জাফরের সঙ্গে দেখা করতে চান। এক সাক্ষাতকারে আলিকে জিজ্ঞাসা করা হয় এক কাল্পনিক পরিস্থিতিতে তিনি কোন দুজন মানুষের সঙ্গে দেখা করতে চান, তিনি বলেন : “আমি ‘থ্রি ইডিয়টস’-এর জয় লোবোকে ডেকে পাঠাবো আর তার সঙ্গে কোলাকুলি করব। আমার মনে হয় সে যখন ফিল্মে আত্মহত্যা করেছিল তখন তার তাই দরকার ছিল। তার সৃষ্টিশীল উদ্ভাবনা কারও মনোযোগ আকর্ষণ না করায় সে মানসিক চাপে পড়েছিল। তার কথা কাউকে জানাতে না পেরে সে ‘গিভ মি সাম সানশাইন’ গানটি গেয়েছিল। আমি তাকে জড়িয়ে ধরে বলতাম, ‘ভাই চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে’।” আলি আরও বলেন : “আমি এখন একা আছি আর ঝাড়ু-পোঁছা-বাসন ধোয়ার মত ঘরে কাজ করছি- তাতে খুব একঘেয়ে লাগছে। তাই ‘ফুকরে’র জাফরকে ডাকতে চাইতাম, তাকে গিটার বাজাতে আর কবিতা শোনাতে বলতাম। আমি ইয়াখনি পোলাও রাঁধতে শিখেছি, তাকে খাওয়াতে পারতাম!” তিনি এই মহামারির সময় অন্যদের কথা ভেবে বলেন : “আমরা ব্যালকনিতে দাঁড়াতে পারছি আর কত আনন্দদায়ক কাজ করতে পারছি, আর অনেকের তো থাকারই জায়গা নেই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থ্রি-ইডিয়টস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ