Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চার মামলার আসামি কেন্দ্রীয় শিবির নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বাগেরহাট জেলা সংবাদদাতা : নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ এনামুল কবিরকে (৩৩) পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামের বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে এসময় তার কাছ থেকে পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে পারেনি। তাকে কচুয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের সদর থানায় নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। সে পুলিশের প্রথম সারির তালিকাভুক্ত সন্ত্রাসী।
শেখ এনামুল কবির কচুয়া উপজেলার সদর ইউনিয়নের আড়িয়ামর্দন গ্রামের মো: আইয়ুব আলী শেখের ছেলে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হুমায়ুন কবির বলেন, নাশকতা, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া চারটি মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক শেখ এনামুল কবির এজাহারনামীয় আসামি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার মামলার আসামি কেন্দ্রীয় শিবির নেতা গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ