Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

বিরলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হস্তক্ষেপে নির্যাতন ও বন্দীদশা থেকে এক যুবতি উদ্ধার

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৫:১১ পিএম

দিনাজপুরের বিরলে ফেইজবুক পেইজে স্ট্যাটার্স দেখে নির্যাতন ও বন্দীদশা থেকে বিউটি নামে এক যুবতীকে উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব। শনিবার দুপুরে মঙ্গলপুর ইউপি’র হরিশচন্দ্রপুর গ্রামের যুবতীর পিতা রবীন্দ্র নাথের বাড়ী থেকে বিউটিকে উদ্ধার করা হয়। এসময় মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর জাকারিয়া হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্ধারের পর কলেজ পড়–য়া বিউটি রায় জানায়, প্রেমের সম্পর্কধরে একই জেলার কাহারোল উপজেলার দীনেশ চন্দ্র বিশ্বাসের পুত্র ডালিম চন্দ্র বিশ্বাসের সাথে গত ২৬-৮-২০১৮ ইং তারিখে রোটারী পাবলিকে বিয়ের ঘোষনা দেয় সে। বিউটির পরিবারের লোকজন এ বিয়েতে রাজী না থাকায় তাদের গোপনে প্রেম ও সংসার চলতে থাকে। সম্প্রতি কোরনা ভাইরাসের কারণে কলেজ বন্ধ হলে বিউটি তাঁর দিনাজপুর জেলা শহরের ভাড়া মেস ছেড়ে বাড়ীতে চলে আসে। বাড়ীতে আসার পর প্রেমিকে ডালিমের সাথে মুঠো ফোনে কথা বলাকে কেন্দ্র করে বাড়ীর লোকজন ক্ষিপ্ত হয়ে বিউটির ব্যবহৃত মুঠো ফোনটি পরিবারের লোকজন নিয়ে নেয় এবং মারপিট করে। এতে ডালিমের সাথে বিউটির যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিউটির বাঁচার আকুতি নিয়ে লেখা ফেইস বুকের বিভিন্ন আইডিতে আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান প্লিজ এমন শীর নামের একটি স্টাটাস দেখে কিছুক্ষনের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাবের মোঃ সোয়াইব সংগীয় পুলিশ ফোর্সসহ বিউটিকে তাঁর পিতার বাড়ী থেকে উদ্ধার করে। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, বিউটির নির্যাতনের কথা উল্লেখ করে ফেইস বুকে একাধিক আইডিতে স্টাটাসের বিষয়টি বিউটি অস্বীকার করেছে। তবে কি হয়েছে বা কে করেছে আমরা বিষয়টির তদন্ত করছি। এরিপোর্ট লেখা পর্যন্ত বিউটি থানা হাজতে ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ