Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্টুন আখাউড়ার মেয়রের ভাইয়ের তেল কার ?

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ২:৪৭ পিএম

টিবিবি’র তেলের খালি কার্টুন আর ৭১৬ লিটার তেলসহ একটি ট্রাক আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। কার্টুনের সাথে তেলের ব্র্যান্ডের মিল না থাকায় এনিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে আখাউড়া বাইপাস সড়ক থেকে ট্রাকটিকে আটক করা হয়। পুলিশ, ট্রাকের চালক ও সহকারী জানায়, টিসিবি’র খালি কার্টুনগুলো ট্রাকে উঠানো হয় বাইপাস সড়কের পাশের একটি অফিস থেকে। ওই অফিসটি উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাসুদ ইবনে খলিফা লাকসুর। সে ওএমএস’র ডিলার। আটকের পর ট্রাক ড্রাইভার ও সহকারী জানায়, মেয়রের (তাকজিল খলিফা কাজল) ভাই লাকসুর দোকান থেকে শুধু খালি কার্টুন গাড়িতে তোলা হয়েছে আর তেল ব্রাহ্মণবাড়িয়ার। বিভিন্ন দোকানে এই তেল সরবরাহ করা হচ্ছিল। কার্টুনে টিসিবি ও পুষ্টির সীল থাকলেও তেল ‘সরকার’ নামের একটি ব্র্যান্ডের। ৫ লিটার ও ১ লিটারের তেলের বোতলগুলো ওই কার্টুনে ভর্তি ছিলো। শ্রমিকলীগ নেতার দোকানে টিসিবি’র এতো খালি কার্টুন এলে কোত্থেকে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে টিসিবি’র দেয়া তেল সরিয়ে কার্টুনে নি¤œমানের তেল ডুকানো হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানিয়েছেন, স্থানীয় বড়বাজারে টিসিবি’র যে ডিলার আছে তারা মাল বিক্রির পর খালি কার্টুনগুলো বিক্রি করে দেয়। শ্রমিকলীগ নেতা লাকসু সেগুলো কিনে নিয়ে আবার তাদের কাছে বিক্রি করেছে। তবে তেল কোম্পানীর বৈধতা আছে কিনা সেটি আমরা যাচাই করছি। একটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে তেল নিয়ে এসে বিক্রি করা হয় এখানে। তেলগুলো টিসিবি’র কার্টুনে ভর্তি ছিলো এবং ওপরে টিসিবি’র আরো খালি কার্টুন ছিলো। সেকারনে সন্দেহ হলে আমরা ট্রাকটি আটক করি।



 

Show all comments
  • Ohidul Islam Shopon ২ মে, ২০২০, ৩:৪২ পিএম says : 0
    ছবি সহ প্রকাশ করেন,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিবিবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ