Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিন না পেয়ে আদালত থেকে ১০ সহযোগীসহ গাবতলী উপজেলা চেয়ারম্যানের পলায়ন

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস ঃ জামিন না মঞ্জুর হওয়ায় বগুড়া জেলা জজ আদালত থেকে পুলিশ ও আইনজীবীর চোখ ফাঁকি দিয়ে ১০ সহযোগীসহ পালিয়ে গেছেন বিএনপি নেতা ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন। ঘটনাটি জানাজানি হওয়ার পর আদালত চত্বরে তোলপাড় শুরু হয়। মোর্শেদ মিল্টনের নিযুক্ত আইনজীবী ও সাবেক পিপি এ্যাড. সাইফুল ইসলাম জানিয়েছেন, ২০১৪ সালে দায়েরকৃত নির্বাচনী সহিংসতায় দায়েরকৃত একটি মামলা (বর্তমান নং- ২৬৮/১৬) জামিনের জন্য বগুড়া জেলা জজ আদালতে জামিনের জন্য আসেন বিএনপি নেতা ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন ও তার সহযোগী এই মামলার অপরাপর ১০ আসামি। আদালতে এই মামলাটি উঠার পর জেলা জজ আ,ম, মোঃ সাঈদ মোর্শেদ মিল্টন ও অপরাপর ১০ আসামির জামিন না মঞ্জুর করলে জেলে যাওয়ার ভয়ে মোর্শেদ মিল্টন ও সহযোগীরা ভিড়ের সুযোগে আদালত থেকে সটকে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে বিচারক, পিপি ও আসামিদের আইনজীবীরা হতভম্ব হয়ে পড়ে। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া আসামিদের ফিরিয়ে আইনের কাছে আত্মসমর্পণের জন্য আইনজীবীরা চেষ্টা চালাচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন না পেয়ে আদালত থেকে ১০ সহযোগীসহ গাবতলী উপজেলা চেয়ারম্যানের পলায়ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ