Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলো ফেন্ডস ফোরাম-৯৮ মতলব

উত্তর(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ২:১২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন ফেন্ডস্ ফোরাম-৯৮।শনিবার(২ মে) মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশের সাধারণ কৃষকদের বাঁচাতে, দেশের মানুষদের বাঁচাতে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতার অংশ হিসেবে তারা কৃষকের ধান কাটলেন।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯৮ ব্যাচের উদ্যোগে ও মতলব উত্তর ফেন্ডস্ ফোরাম ৯৮ এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবাযন করা হয়।
ধান কাটায় অংশ নেন মতলব উত্তর ফেন্ডস্ ফোরাম ৯৮ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান শিবলু, সংগঠনের স্বপ্ন বাস্তবায়নকারী ইবনাল শাহিন আহাম্মদ শিপন, ফোরামের সহ-দপ্তর সম্পাদক সুজন মিয়াজী, সদস্য হানিফ,কবির,মকুল প্রমূখ।
ফেন্ডস্ ফোরাম ৯৮ এর সাবেক সভাপতি মাহফুজুর রহমান বলেন, সামাজিক দুরুত্ব বজায়ে রেখে কাজ করতে হচ্ছে। এখন কৃষি ম্রমিক সংকট্। তাই এখন আমরা কৃষকদের পাশে থাকতে চাই। যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকতে। আমরা স্বেচ্ছা শ্রমে কৃষকের ধান কাটার কর্মষূচি বাস্তবায়ন করছি।
হানির পাড়রে কৃষক লাল মিয়া জানান, প্রথমে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। শিক্ষিত ছেলেরা বিনা পারিশ্রমিকে আমার জমির ধান কেটে দিবে। তারা ধান কেটে দেয়ায় আমার অন্যরকম আনন্দ লাগতেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ