Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিপাতলী মাদরাসায় ইমাম বুখারী (রহ:) এর ফাতেহা সবক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল (এমএ) মাদরাসায় হযরত ইমাম বুখারী (রহ.)-এর বার্ষিক ফাতেহা ও সবক অনুষ্ঠান গতকাল (বুধবার) হযরত ইমাম শাহ আহমদ রেজা (রা.) অডিটরিয়ামে মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ হযরত আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল-কাদেরী।
আলিম, ফাযিল, কামিল হাদীস, তাফসীর, ফিকহ ও আদিব ক্লাশের সবকদান অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা কাদেরী বলেন, হযরত সৈয়্যদুনা ইমাম বুখারী (রহ.) রাসূল (সা.)-এর বাণী পবিত্র হাদীস সংকলন করে কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ হাদীস পাঠ করার সু-ব্যবস্থা করেন। সত্যিকার কোরআন হাদীসের শিক্ষাই দিতে পারে আদর্শবান মানুষ ও আদর্শবান সমাজ ব্যবস্থা। আল্লামা কাদেরী ছাত্রদেরকে কোরআন-হাদিসের শিক্ষা অর্জন করে মাযহাব-মিল্লাত তথা দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল্লামা মুহাম্মদ শফিউল আলম নেজামী, আল্লামা এ কে এম ইউসুফ, মাওলানা মুফতি আবদুল মোস্তফা রেজভী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যক্ষ মাওলানা লোকমান চিশতী, মুহাদ্দিছ মাওলানা আবদুন নবী, মাওলানা মুফতি আবদুচ ছমদ, মাওলানা মোহাম্মদ শফিউল আলম আজিজি, অধ্যাপক আলী আজগর, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা লেয়াকত আলী, এম এম মহিউদ্দীন, হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আযম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিপাতলী মাদরাসায় ইমাম বুখারী (রহ:) এর ফাতেহা সবক অনুষ্ঠান সম্পন্ন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ