Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক খোকনের স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ১০:১৮ এএম

সাংবাদিক হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সাংবাদিক হুমায়ুন কবিরের স্ত্রী নিজেই। তিনি বলেন, খোকন মারা যাওয়ার দিনই আমার ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়। ১ মে রাতে রিজেন্ট হাসপাতাল থেকে জানানো হয়, আমাদের দু’জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এতদিন বাসায় ছিলাম। এখন হাসপাতালে যাচ্ছি।

এর আগে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছিলেন, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়। আমাদের ডাক্তাররা সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

গত ২৮ এপ্রিল সকালে বাসায় বসে কাজ করার সময় হুমায়ুন কবিরের শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয় । এর পর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে ভর্তির সময়ই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তাররা চেষ্টা করলেও ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়।

হুমায়ুন কবির খোকন ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের রাজাচাপিতলা গ্রামে। সেখানেই বাবার কবরের পাশে তারা দাফন সম্পন্ন হয়েছে।



 

Show all comments
  • তানবীর ২ মে, ২০২০, ১০:২৩ এএম says : 0
    আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ