বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কৃষিপণ্য ও কাঁচামাল নিয়ে প্রথম পার্সেল ট্রেন ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে ।
শুক্রবার সকালে চট্টগ্রাম রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে সীতাকুণ্ড ও ফেনী থেকে কৃষিপণ্য নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
পার্সেল ট্রেনটিতে ফার্নিচার, জুতা ও বিভিন্ন মালামালের পাশাপাশি কৃষিপণ্য ও কাঁচামাল রয়েছে।
রেলের কর্মকর্তারা জানান ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-দেওয়ানগঞ্জ (জামালপুর) রুটে সপ্তাহে সাতদিন এ পার্সেল ট্রেন চলবে। আর যশোর-ঢাকা রুটে চলবে সপ্তাহে তিনদিন ।
প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল ১০টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৪টায়। আবার ঢাকা থেকে রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে। পথে গুরুত্বপূর্ণ সব স্টেশন ধরবে এ এক্সপ্রেস ট্রেন।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গণপরিবহন বন্ধ। বন্ধ যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে দেশে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এ ট্রেন চালু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।