রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবিতে শহরের প্রধান সড়কের বেহাল দশা সৃষ্টি হয়েছে। তিন মাথা থেকে ১নং রেলগেট পর্যন্ত প্রায় অর্থ কিলোমিটার সড়কটি খানা-খন্দে ভরা। সড়ক থেকে বিটুমিন ও খোয়া উঠে গিয়ে মাটি বের হয়েছে। বেশ কিছু স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে ইটের টুকরা দিয়ে গর্ত পূরণ করা হলেও কিছু দিন পর তা পূর্বের অবস্থায় ফিরে আসে। যানবাহন চলে ধীর গতিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে যানজট লেগেই থাকে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। সড়ক দিয়ে চলাচলকারী রোগীসহ জনগণকে দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন থেকে সড়কটির অচল অবস্থা সৃষ্টি হলেও দেখার কেউ নেই। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই অর্থ বছরে সড়কটির নাম পাঠানো হয়েছে। অনুমোদন হবে কি-না বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।