Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে ডায়াপারের চালানে শিশু খাদ্য

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৯:১১ এএম

এবার ডায়াপারের ঘোষণা চট্টগ্রাম বন্দরে এলো শিশু খাদ্যের চালান। মিথ্যা ঘোষণায় আনা এ চালানের মাধ্যমে ২২ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল।

বৃহস্পতিবার রাতে বেবি ডায়াপার ঘোষণা দিয়ে আমদানি করা চালানে শিশুখাদ্য (ল্যাকটোজেন) পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাস্টম হাউস কর্তৃপক্ষ।

কনটেইনার খোলার পর ঘোষিত পণ্য ডায়াপার পাওয়া যায় ২ হাজার ৮৮০ কেজি। শিশুখাদ্য পাওয়া যায় ৬ হাজার ৮২৫ কেজি। শুল্কফাঁকির চেষ্টা হয়েছে প্রায় ২২ লাখ টাকা।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স (এআইআর) শাখার সহকারী কমিশনার নূর এ হাসনা সানজিদা অনসূয়া
জানান, ঢাকার মিরপুরের সিয়াম ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে চালানটি বন্দরে আসে।
গত ২৮ এপ্রিল বাদাম ও অলিভ ঘোষণা আনা শিশু খাদ্যের আরও একটি চালান ধরা পড়ে যাতে ৬০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ