পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছে সুপ্রিম কোর্টবারের আইনজীবী দম্পতি। গতকাল বৃহস্পতিবার বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দস কাজল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের একজন আইনজীবী ও তার স্ত্রী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তারা ভালো আছেন। আমার মাধ্যমে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন। আক্রান্ত আইনজীবী ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে,এর আগে ঢাকা বারের আরেকজন আইনজীবী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।এখন পর্যন্ত দেশে পেশাজীবীদের মধ্যে একজন ডাক্তার, তিন জন পুলিশ ও একজন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া লন্ডনে করোনায় আক্রান্ত হয়ে সুপ্রি কোর্টের একজন আইনজীবী ইন্তেকাল করেছেন। এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত ইতিমধ্যেই স্থগিত হয়েছে।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে গত ২৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে আদালত পরিচালনা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অন্যান্য আইনজীবীদের আবেদনের প্রেক্ষাপটে সীমিত পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।