Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিরোধে নতুন আশা রেমডেসিভির

জুনেই ভ্যাকসিনের ফল জানাবে অক্সফোর্ড, উৎপাদনে যাবে অ্যাস্ট্রাজিনিকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৬ এএম

করোনাভাইরাসের চিকিৎসায় এখনও কার্যকর কোন ভ্যাকসিন বাজারে আসেনি। এমন সময়ে আশা দেখাচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির। করোনাভাইরাসের বিরুদ্ধে পরীক্ষামূলক প্রয়োগে এটি সাফল্য দেখিয়েছে বলে দাবি করছেন মার্কিন বিজ্ঞানীরা। এ কারণে রেমডেসিভির দিয়ে মুনাফার আশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে জুনের মধ্যেই তাদের ভ্যাকসিন প্রয়োগের ফল জানাতে পারে অক্সফোর্ড। এই ভ্যাকসিনের ব্যাপক উৎপাদনে যেতে রাজি হয়েছে বিশ্বের শীর্ষ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট কোম্পানি অ্যাস্ট্রাজিনিকা।

বুধবার আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের প্রধান অ্যান্থনি ফৌসি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘পরিসংখ্যান বলছে, করোনা আক্রান্তদের উপরে রেমডেসিভির প্রয়োগ করে দেখা গিয়েছে যে তারা দ্রæত সুস্থ হয়ে উঠছেন।’ এক্ষেত্রে অন্য ওষুধের ক্ষেত্রে রেমডেসিভির প্রয়োগে সুস্থতার হার ৩০ শতাংশ বেশি। মানব দেহের কোষের মধ্যে প্রবেশ করে ভাইরাসের বৃদ্ধি রুখে দেওয়ার মতো ক্ষমতা রেমডেসিভির আছে বলেও দাবি করেছেন শীর্ষ এই মার্কিন বিশেষজ্ঞ।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে যে, ২০০৮ সালের মহামন্দার পর প্রথমবারের মতো মোট দেশীয় উৎপাদনে সর্বোচ্চ ত্রৈমাসিক সঙ্কোচন ঘটার পর, রেমডেসিভির’র ইতিবাচক সংবাদটি দেশটির শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠনগুলোর প্রতিনিধি এসএন্ডপি-৫০০ কে শেয়ার বাজারে প্রায় ৩ শতাংশ মুনাফা করতে সহায়তা করেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মুহ‚র্তে রেমডেসিভির ফেস থ্রি ট্রায়াল হয়েছে। আমেরিকা, ইউরোপ, এশিয়ার মোট ৬৮টি স্থানে ১ হাজার ৬৩ জন করোনা আক্রান্তের শরীরে পরীক্ষামূলকভাবে রেমডেসিভির প্রয়োগ করা হয়েছে এবং এতে উল্লেখযোগ্য ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি। করোনা চিকিৎসায় রেমডেসিভির প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভিরের ক্লিনিকাল ট্রায়াল চালাচ্ছে ওই ওষুধের নির্মাতা সংস্থা গিলেড সায়েন্সেস। মানুষের শরীরে এই ওষুধের প্রভাব কী হচ্ছে সেই সংক্রান্ত একটি রিপোর্ট ফাঁস হয়ে গেছে বলেই দাবি করেছিল সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ওই রিপোর্টে বলা হয়েছিল, ২৩৭ জন রোগীর ১৫৮ জনকে ওষুধ খাইয়ে দেখা গেছে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। যদিও এই রিপোর্টের সত্যতা নিয়ে মুখ খোলেনি গিলেড সায়েন্সেস। তবে রেমডেসিভির ওষুধ নিয়ে প্রখ্যাত ল্যানচেটে জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে চিকিৎসকরা জানিয়েছেন, মহামারি করোনার উৎপত্তিস্থল চীনের উহান শহরের দুই শতাধিক কোভিড-১৯ রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা দেখেছেন, রেমডিসিভির প্রয়োগে উল্লেখ করার মতো কোনো সুফল নেই। এর আগে চীনেও এই ওষুধের প্রথম পরীক্ষায় তেমন কোন সুফল মেলেনি বলে দাবি করেছিল চিকিৎসকরা।

এদিকে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরিকৃত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটির ব্যাপক উৎপাদনে যেতে রাজি হয়েছে বিশ্বের শীর্ষ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট কোম্পানি অ্যাস্ট্রাজিনিকা। ভ্যাকসিনটির ব্যাপক উৎপাদনের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ব্রিটেন ও সুইডেনভিত্তিক ওষুধ প্রস্তুতকারক এই কোম্পানি।

গত সপ্তাহে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এই পরীক্ষার ফল আগামী জুন মাসের মাঝামাঝি সময়ের দিকে আসার কথা রয়েছে। অক্সফোর্ড কর্তৃপক্ষ বলছে, প্রাণঘাতী ভাইরাস থেকে সুরক্ষা দেয়ার বিষয়টি যদি প্রমাণিত হয়, তাহলে চুক্তি অনুযায়ী- যুক্তরাজ্য যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটি পাবে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এই চুক্তিকে বিশাল শুভ সংবাদ হিসেবে মন্তব্য করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে এই চুক্তির বিস্তারিত বিষয় চ‚ড়ান্ত হবে বলে জানিয়েছেন তিনি।

পরীক্ষার ফল জুনে আসার পরপরই ভ্যাকসিনটি ব্যাপক পরিসরে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যাস্ট্রাজিনিকা। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজিনিকা বলছে, এই উদ্যোগটি মুনাফা লাভের জন্য নয়। এর মাধ্যমে শুধুমাত্র উৎপাদন এবং বিতরণের ব্যয় বিনিময় হবে। সূত্র : দ্য গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট।

 

 

 



 

Show all comments
  • Shuvo Ehsan Aminul ১ মে, ২০২০, ১:১৯ এএম says : 0
    Bangladesh should manufacture it for every citizen of the country
    Total Reply(0) Reply
  • মশিউর ইসলাম ১ মে, ২০২০, ১:২০ এএম says : 0
    গুনজন উঠছে যশোরের ডাক্তার, স্বাস্থ্য কর্মী, নার্সগণ সরকারী প্রনদনার লোভে নাকি ঘুষ দিয়ে করোনা টেষ্টে পজিটিভ রেজাল্ট করে নিচ্ছে। এটা জরুরীভাবে যাচাই করার আহবান রাখছি।
    Total Reply(0) Reply
  • Md.Borhan Gazi ১ মে, ২০২০, ১:২০ এএম says : 0
    এখন পর্যন্ত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার।
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ১ মে, ২০২০, ১:২০ এএম says : 0
    But SBS News reports that the Remdesivir is found ineffective in human trial for seriously infected patients.
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ১ মে, ২০২০, ১:২১ এএম says : 0
    কিন্তু চীনের পরীক্ষায় এই ওষুধ ব্যর্থ হয়। চীনের সেই প্রতিবেদন who 'ভুল করে' প্রকাশ করে ফেলে। তারপর সরিয়ে নেয়। আমার আসলেই মনে হয় এই দুইয়ের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে। who চীনের দালাল।
    Total Reply(0) Reply
  • জোবায়ের আহমেদ ১ মে, ২০২০, ১:২১ এএম says : 0
    বাংলাদেশে যদি পাওয়া যায় ব্যবহার করে দেখা উচিত।... ভিয়েতনাম একটি ঔষুধ ব্যবহার করে ভালো ফল পেয়েছিল। সে বিষয়ে কিছুই আর শুনিনা।
    Total Reply(0) Reply
  • Moynul Islam ১ মে, ২০২০, ১:২২ এএম says : 0
    আতঙ্কিত বাংলাদেশ !!! করোনা ভাইরাসে বাংলাদেশে মানুষ খুবই বেশি আতঙ্কে আছে। কেনো ভাই? আমরাতো বাংলাদেশের মানুষ বেশির ভাগ মুসলমান। মৃত্যুর জন্য এত ভয় কেন। আমি যুক্তরাজ্যে থাকি। এই দেশে সাড়ে ৬ কোটি মানুষের মধ্যে এখন পর্যন্ত ২৫ হাজারের উপর মানুষ মারা গেছে। কিন্তু এখানকার মানুষ এত আতঙ্কিত না। জীবন যাপন ৯০% স্বাভাবিক। ইতালী, স্পেন, জার্মানি সহ অনেক দেশ সব কিছু খুলে দিচ্ছে পর্যায়ক্রমে কিন্তু বাংলাদেশর মানুষ বা সরকারে একটু বেশি অতিরঞ্জিত করছে বলে মনে হচ্ছে বহির্বিশ্বের তুলনায়। ১৮ কোটি মানুষের দেশে ১০-২০ হাজার আক্রান্ত হয়, এটা অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে এত বেশি আতঙ্কিত না হওয়াই ভালো।
    Total Reply(0) Reply
  • Ochena Kobir ১ মে, ২০২০, ১:২২ এএম says : 0
    বাংলাদেশে এসব ঔষদ আছে নাকি নাই? কবে নাগত পাবে এটা বলে রিপোর্ট দিলে ভালো হতো
    Total Reply(0) Reply
  • Akteruzzaman Babu ১ মে, ২০২০, ১:২৩ এএম says : 0
    এই পর্যন্ত অনেক ঔষধের নাম শুনেছি করোনায় কার্যকর ভুমিকা পালন করছে। এখন কেউ আক্রান্ত হলে কোন ঔষধ খাবে তা কি নির্দিষ্ট আছে? না থাকলে প্রচার করে কি লাভ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ