Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণের টিন বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
সুন্দরগঞ্জ উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২শ বা-িল ঢেউটিনের মধ্যে অনেক টিনের হদিস মিলছে না। গত ২৩ জুলাই ত্রাণের ঢেউটিন পাচার ও আত্মসাতের ঘটনা ফাঁস হওয়ায় গত ১ জুলাই দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্ত অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, উপজেলায় নদী ভাঙন, দুস্থ-অসহায় মানুষের মাঝে বিতরণ ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ৩ দফায় নগদ অর্থসহ ৫শ ২০ বা-িল ঢেউটিন বরাদ্দ দেয়। বরাদ্দকৃত টিনগুলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার নিজের ইচ্ছা মতো নামে-বেনামে বিতরণ দেখিয়ে আত্মসাৎ করার চেষ্টা করলে গত ৬ জুলাই হরিপুর ইউনিয়নের নাজিমাবাদ আলীম মাদ্রাসাসহ ৩ জায়গা থেকে পুলিশ ৭০ পিচ টিন জব্দ করে থানায় রাখেন। গত রোববার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সচিব ও উপ-পরিচালক আব্দুল মালেক টিনের ঘটনায় সরেজমিন তদন্ত করেন। তদন্তকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টিনের স্টক রেজিস্টার ও বিতরণ রেজিস্টার ও মাস্টার রোলসহ প্রয়োজনীয় কাগজপত্রের অনেক কিছুই দেখাতে পারেননি বলে তিনি জানান। এছাড়া ২শ বা-িল ত্রাণের ঢেউটিনের বিতরণে গড়মিল পাওয়া গেছে বলেও জানান তিনি। তদন্তকালে ইউএনও অফিসে মাস্টার রোলের ৪র্থ শ্রেণির কর্মচারী মোক্তার হোসেনের বাড়ি থেকে আরো ৩ বা-িল ঢেউটিন উদ্ধার করা হয়। টিনগুলো ইউএনও (ভারঃ) হাবিবুল আলম জব্দ করেন। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। তিনি আরো জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে গতকাল বুধবার সকালে পিআইও’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম ছামুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রাণের টিন বিতরণে অনিয়মের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ