পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাকালে কর্মহীন দিনমজুরদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ভাগ চেয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে সরকার দলীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ত্রাণের ভাগ চেয়ে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ডিও লেটারও দিয়েছেন তিনি।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার যোগাযোগ করা হলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ ইনকিলাবকে বলেন, ডিও লেটারে তিনি ত্রাণের ৬০ ভাগ ইউনিয়ন পরিষদ এবং বাকি ৪০ ভাগ তার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যানদের বরাদ্দ দিতে বলেছেন।
এ বিষয়ে সিদ্ধান্ত জানতে আমি ডিও লেটার জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছি। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, সাতকানিয়া এবং লোহাগাড়ার দুই ইউএনও বিষয়টি আমাকে জানিয়েছেন। সংসদ সদস্যের ডিও লেটার মন্ত্রনালয়ে পাঠিয়ে দেয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রনালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।