বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের বিভিন্ন এলাকায় করোনার কারণে কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন এই আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম সিআইপি। করোনার কারণে এমপি পাপুল কুয়েতে আটকে পড়ায় তার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তার স্ত্রী।
আজ বৃহস্পতিবার এমপি পাপুলের পক্ষে লক্ষ্মীপুরের রায়পুরের বিভিন্ন ইউনিয়নের দশ হাজার পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন সেলিনা ইসলাম এমপি। এ সময় দুর্গতদের মধ্যে চাল, ডাল, আলু, তেল, আটা, লবণ ও ছোলাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য এবং ওষুধ বিতরণ করা হয়। করোনা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ব্যক্তিগত অর্থায়নে নির্বাচনী এলাকার ৫০ হাজার মানুষকে এই ত্রাণ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন কাজী শহিদ ইসলাম পাপুল এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন বিএসসি, সাবেক মেয়র বাবুল পাঠান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।