Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে ৬ লাইটার জাহাজকে জরিমানা

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না থাকাসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম বন্দরে ৬টি লাইটার জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। একই অভিযানে ১ লাখ ৮৭ হাজার টাকা পোর্ট ডিউজ আদায় করা হয়।
রোকেয়া পারভীন জানান, চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, নিরাপত্তা সরঞ্জাম না থাকার অপরাধে এমভি মাস্টার ইমন-১, এমভি রয়েল ক্রাউন, এমভি মাসুদা-৮, এমভি মাদারল্যান্ড, এমটি এনএসএল-১ এবং ওটি করিম-৭ নামে লাইটার জাহাজকে জরিমানা করা হয়েছে।
এছাড়া বন্দরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মো. ইউসুফ নবী মোহসীন নামে এক ব্যক্তিকে ২ মাসের কারাদ- দেয়া হয়েছে বলে জানান রোকেয়া পারভীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম বন্দরে ৬ লাইটার জাহাজকে জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ