Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাবতলীতে মায়ের হাতে শিশুকন্যা খুন

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার গাবতলীতে সৎমায়ের হাতে সাড়ে তিন বছরের শিশুকন্যা আবিদা খুন হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ঘাতক মাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। গত মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সধর্ণকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কুড়ালিয়া গ্রামের মৃত গোলাম উদ্দিনের পুত্র আব্দুল আওয়াল মাহফুজা বেগমকে বিগত ৭ বছর পূর্বে বিয়ে করে ঢাকার আশুলিয়ায় স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরী নিয়ে বসবাস করতে থাকে। সংসারে কোনো সন্তান না হওয়ায় আ: আওয়াল আবার বগুড়ার গাবতলী উপজেলার সধণকুঠি গ্রামের রজিতের কন্যা গার্মেন্টস কর্মী রেহেনা বেগম (২৮)-কে দ্বিতীয় বিয়ে করে একই বাসায় বসবাস করতে থাকে। সংসার চলাকালে ১ম স্ত্রী মাহফুজা একটি কন্যা সন্তানের মা হন। তখন চরমভাবে মনোক্ষুণœ হয়ে উঠে ২য় স্ত্রী রেহেনা বেগম। শুরু হয় সংসারে প্রতিশোধের আগুন। এর জের ধরে গত ১৮ জুলাই সুকৌশলে রেহেনা শিশু আবিদাকে বগুড়ায় আনার পথে গ্যাস ট্যাবলেট খাইয়ে ও গলা টিপে হত্যা করে গ্রামের বাড়িতে আসে। মা মাহফুজা খোঁজাখুঁজি করে ঘটনা নিশ্চিত হয়ে গাবতলী থানা পুলিশকে খবর দিলে গতকাল বুধবার রাতে শিশুর লাশ উদ্ধারসহ ঘাতক মাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। এ ঘটনায় আবিদার মা মাহফুজা বাদি হয়ে গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাবতলীতে মায়ের হাতে শিশুকন্যা খুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ