Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১শ’ বস্তা চাল নিয়ে কার্গো উধাও

স্টাফ রিপোর্টার, চাঁদপুর : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

চাঁদপুর শহরের পুরানবাজার ঘাট থেকে ব্যবসায়ীদের ২১০০ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়ে গেছে। গত মঙ্গলবার ভোরে স্থানীয় ভূঁইয়ার ঘাটে এ ঘটনাটি ঘটে। বিষয়টি চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ লিখিত আকারে চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। কিন্তু গত দুদিনেও উধাও হয়ে যাওয়া চালভর্তি ট্রলারের সন্ধান মেলেনি।

বাজার সূত্রে জানা যায়, ট্রান্সপোর্টের মাধ্যমে পাবনা নগরবাড়ি ঘাট থেকে পুরানবাজারের কয়েকজন চাল ব্যবসায়ী তাদের চাহিদা অনুযায়ী কয়েক হাজার বস্তা চাল আমদানি করে। মিলন মাঝির কার্গোতে সেই চাল পুরান বাজার ঘাটে আনা হয়। সোমবার কিছু মাল উঠানো হয়েছে। তারপর ব্যবসায়ীদের না জানিয়ে কার্গোটি রাতের অন্ধকারে ঘাট থেকে উধাও হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘাটে চালভর্তি কার্গোটি দেখতে না পেয়ে গদিঘর লেবার ও ব্যবসায়ীরা নিখোঁজ কার্গোটি খুঁজতে থাকে।

কার্গোতে পরেশ মালাকার, মফিজ হাজী, রাজলক্ষ্মী ভান্ডারের শম্ভু সাহা, আনিছ বেপারী, মক্কা ট্রেডার্সসহ আরো কয়েকজন ব্যবসায়ীর চাল ছিল। মোট ২ হাজার ১০০ বস্তা চাল ছিল। কার্গোটির মালিক মতলব উত্তর উপজেলার দশানির জনৈক ব্যক্তি বলে জানা যায়। ট্রান্সপোর্টের মাধ্যমে অপরিচিত কার্গোতে চাল দেওয়ার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মফিজ হাজী জানিয়েছেন। এ ব্যাপারে তারা চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির মাধ্যমে থানায় লিখিত অভিযোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২১শ’-বস্তা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ