Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রাণঘাতী করোনা নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই- সচিব কাজী রওশন আক্তার

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৯:১৯ পিএম

মাগুরার করোনা তদারকিতে দায়িত্বপ্রাপ্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার বলেছেন, করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা বাড়াতে হবে। করোনাভাইরাস শুধু আমাদের নয়, বিশ্বব্যাপি একটি সমস্যার সৃষ্টি করেছে। এটির জন্য কেউ প্রস্তুত ছিল না। যে কারণে এ প্রাণঘাতী শত্রুকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এর থেকে পরিত্রাণ পাবো।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা প্রাশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অসহায় দিনমজুর, কর্মহীন ও দরিদ্র মানুষের তালিকা সমন্বয় করে ত্রাণ কার্যক্রম বাড়ানো, সমাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি নির্দেশনা মেনে চলাচল নিশ্চিত করতে আইনশৃংঙ্খলা বাহিনীকে টহল জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য মাগুরা নার্সিং ইনস্টিটিউট ও চক্ষু হাসপাতালে স্থাপিত ৫০ শয্যার বিষয়ে খোঁজ খবর নেন এবং কোন সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।

মতবনিমিয় সভায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্যসেবা ও হাসপাতাল পুনর্বিন্যাস কার্যক্রম, খাদ্য সহায়তা কর্মসূচি জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক পদক্ষেপ নিয়ে কাজ করছে জেলা প্রশাসন। এর পাশাপাশি করোনা প্রভাব মোকাবেলায় সরকারি, বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগ মিলিয়ে অসহায় কর্মহীনদের মাঝে ৬৫ থেকে ৭০ হাজার খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া ওএমএস কার্যক্রমের আওতায় পৌর এলাকায় ১৫টি ডিলারের মাধ্যমে ৩ হাজার ৬০০ পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। আগামী মাস থেকে ৬ হাজার পরিবারকে ওএমএসের চাল দেয়া হবে। এছাড়া খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১ হাজার ১২৯.৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা ৩০ হাজার উপকারভোগী পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে।

তিনি আরো জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে মোবাইল কোর্ট, ট্রাস্কফোর্স জেলায় এ পর্যন্ত ২৭৬টি অভিযান পরিচালনা করে মোট ৫০৩টি মামলা করেছে। মোট জরিমানা আদায় হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭৮ টাকা। প্রতিদিন গড়ে ১০টি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়া করোনার প্রভাব মোকাবেলায় জেলা প্রশাসনের নেয়া আরো অনেক দিক তুলে ধরেন জেলা প্রশাসক। উল্লেখ্য, মাগুরায় এ পর্যন্ত ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করাসহ তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।

জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেনেন্ট কর্নেল অতিক সিদ্দীকি, সিভিল সার্জন ডা ঃপ্রদীপ কুমার সাহা, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বপন কুমার কুন্ডু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ