গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রায়ের বাজার মাদ্রাসা গলির অর্ধশতাধিক অসহায়, হতদরিদ্র, গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী।
নিজ উদ্যোগে প্রতিটি পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রীর ২০ কেজির একটি প্যাকেট দেয়া হয়। গতকাল বুধবার সকালে মাদ্রাসাগলি এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাকে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন সহযোগিতা করেছে বলে জানান তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, ছোলা, তেল, চিড়া ও লবন দেয়া হয়। এর আগে গত শনিবার তিনি রাজধানীর আবদুল্লাহপুর রেললাইন, বেড়ীবাঁধ বস্তিসহ আঁশেপাশের এলাকায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি গত বৃহস্পতিবার বিকেলে করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন মাদারীপুরস্থ ডেমরার সানারপাড়ে বসবাসকারী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি রাজধানীর রায়ের বাজার বশিরের বস্তি ও রাশবর্তী বস্তিতে নিম্ন আয়ের ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতারণ করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই আমি নিজ উদ্যোগে রাজধানী ও নিজ এলাকা মাদারীপুরে ত্রাণ সামগ্রী, করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করে আসছি। সব জায়গাই আমরা শারীরীক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এ সময় দেশের এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি অসহায় ও দরিদ্রদের সহায়তার জন্য সমাজের বিত্তবান ও স্বচ্ছল মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।