Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মূল নায়িকা হবার পর বিয়ে করবেন অঙ্কিতা লোখান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০৫ এএম

বিয়ের ব্যাপারে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্পষ্ট একটি পরিকল্পনা আছে। তার প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আগে তাকে কী করতে হবে তা আগে থেকেই সাজিয়ে রেখেছেন ‘মণিকর্ণিকা’ ফিল্মের এই অভিনেত্রী। বিবেক ওবেরয় আর প্রযোজক সন্দ্বীপ সিংয়ের সঙ্গে এক চ্যাট শোতে নিজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে বলেছেন। “এখনও তো অনেক কাজ করা বাকি আছে। বিয়ের আগে আমাকে অনেক অর্জন করতে হবে,” এই সময় বিবেক তাকে থামিয়ে জিজ্ঞাসা করেন, তিনি কেন ভাবছেন বিয়ের পর কাজ করতে পারবেন না? অঙ্কিতা জবাব দেন, “ব্যাপারটা এমন নয়। অবশ্যই করতে পারব, তবে আমি চাই এমন একটা ফিল্ম যেটা শুধু আমারই হবে, মূল নায়িকা হিসেবে আর আমি চাই দর্শকরা আমাকে সেজন্য মনে রাখবে- আমি আমার জন্য কিছু বিষয় ভেবে রেখেছি যা বিয়ের আগে করতে হবে। আমার সামর্থ্য আছি আর আমি পরিশ্রমী, আর আমি জানি আমি এই স্বপ্ন পূরণ করতে পারব।” তিনি এরপর ভিকি তার প্রত্যাশাকে কতটা সমর্থন করে তার বর্ণনা দেন। “ সে আমাকে বুঝতে পারে আর আমিও তাকে বুঝি, সুতরাং এটি পাকা সিদ্ধান্ত,” অঙ্কিতা বলেন। অঙ্কিতা এর আগে দীর্ঘদিন তার জি টিভির সিরিয়াল ‘পবিত্র রিশতা’র সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেম করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঙ্কিতা-লোখান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ